

কাজিপুর উপজেলার খুদবান্দি নৌকা ঘাটে কে বা কারা পাটের জমির মাঝখানে ছোট নিষ্পাপ শিশুকে রেখে চলে গিয়েছে পরে বাচ্চাটা মারা যায় আমি কাজিপুরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন সঠিক তদন্ত করে যে এই কাজ করেছে তাকে কঠিন একটা শাস্তি দেওয়া হোক আর কেউ জানি এই রকম কঠিন একটা পাপ কাজ করতে সাহস না পাই….।





