সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে উল্লাপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে নেতা-কর্মীরা কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ।
শুক্রবার সকালে উল্লাপাড়া পৌরসভার শ্রীফল গাঁতী গ্রামের মোঃ আয়নাল হকের প্রায় দুই বিঘা জমির বোরো ধান কেটে দেয় । পরে সেই ধান বাড়িতে নিয়ে মাড়াই করে ঘরে তুলে দেন নেতা-কর্মীরা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে উল্লাপাড়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার তার সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ওই ধান কাটায় অংশ নেয় ।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবিব, উল্লাপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তুষার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নিপুণ,দপ্তর সম্পাদক নোমান সরকার সহ পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা ।
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন