হবিগঞ্জে টাকার বিনিময়ে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করায় দুই ভাইকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার অভিযান চালিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- এড়ালিয়া গ্রামের বাসিন্দা ও শহরতলীর পোদ্দারবাড়ি এলাকার আবিদ কম্পিউটারের স্বত্বাধিকারী আবিদুর রহমান ও তার ভাই জামাল মিয়া।
তিনি বলেন, সদর উপজেলার নারায়ণপুর গ্রামের রবীন্দ্র কুমার ঘোষের মেয়ে ঝুমা রানী ঘোষের জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায়। তিনি বুধবার দুপরে জাতীয় পরিচয়পত্রটি ফিরে পেতে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার কাছে পরামর্শ চান। তিনি ২৩০ টাকা সরকারি ফি দিয়ে আবেদন করতে বলেন। ওই দিন বিকেলে ঝুমা রানী ঘোষ আবিদ কম্পিউটারে আবেদন করতে গেলে আবিদুর রহমান ও তার ভাই জামাল মিয়া সরকারি ফি জমা না দিয়ে অর্থের বিনিময়ে তাকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেন।
তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারকে জানাই। পরে বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার অভিযান চালিয়ে আবিদুর রহমান ও তার ভাই জামাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে তাদের সতর্ক করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা ও সদর মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেছে।