সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্র স্বপনের(২২) লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয় । স্বপন উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের তুলা ব্যবশায়ী মোঃ শফিকুল ইসলামের ছেলে । স্বপন এ বছর এইচ এস সি পাশ করেছে ।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার রাত আটটার দিকে স্বপন বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি । বৃহস্পতিবার সকালের দিকে এলাকার লোকজন গ্রামের মাঠের মধ্যে স্বপনের মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দেয় । পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছেন ।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ।