সিরাজগঞ্জ

র‌্যার-১২ এর অভিযানে সিরাজগঞ্জ থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক।

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ, ২৯ এপ্রিল ২০২৫:
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদক, সন্ত্রাস, ছিনতাই, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এই বাহিনী।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়কের নির্দেশনায় গতকাল রাত ৮টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় অভিযান চালায়। ঢাকা-বগুড়া মহাসড়কের পাশের মোঃ বরাত আলীর অস্থায়ী চায়ের দোকানের সামনে থেকে ৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ টিটু সিকদার (২৫), পিতা-মোঃ রহিম সিকদার, সাং-দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া), থানা-বেতাগী, জেলা-বরগুনা।

অভিযানকালে তার কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু সিকদার স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Back to top button

Please Disable "ADBLOCKER"

আপনাদের জন্য কত কষ্ট করছি আর আপনারা "ADBLOCKER" ব্যবহার করছেন ? আমাদের ইনকাম নেই বললেই চলে, দয়া করে "ADBLOCKER" টা বন্ধ করে সাহায্য করবেন । Please Disable "ADBLOCKER", Its Help us to Add More Content Like This, Thanks.