চৌহালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তার উদ্বোধন
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের মজো হাজীর বাড়ি সংলগ্ন হতে রফিকুল ইসলামের বাড়ী পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন ৷
রবিবার (৫ জুন) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের আজিমুদ্দিন মোড় থেকে ১ হাজার মিটার রাস্তার ব্যয় ৫৬ লাখ ৪৯,০০০ টাকা ব্যয়ে বন্যা ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা মেরামত ও সংস্কার এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জে-৫ আসনের স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি মো. তাজ উদ্দিন আহমেদ, আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার, থানার ওসি হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্যা রবিউল ইসলাম প্রমুখ ৷
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. আফসানা ইয়াসমিন ৷ আরও ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ৷