কাজিপুর-১ আসনের নৌকা মার্কার মনোনিত প্রার্থী জনাব প্রকৌশলী তানভির শাকিল জয় নিজ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনি প্রচারণা সভায় অংশগ্রহন করেন। আজ কাজিপুর-১ আসনের অর্ন্তর ভুক্ত হতে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে অংশগ্রহন করেন। তিনি বলেন আওয়ামী লীগ যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে এগিয়ে দিতে হবে। যে সকল কাজ বাকি আছে নির্বাচনের পর শেষ করা হবে।
নির্বাচনি প্রচারণা সভায় উপস্থিত ছিলেন সদর থানা সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, ৩নং বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুঞ্জুরল ইসলাম তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাদ্দাম হোসাইন, আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
নির্বাচনি প্রচারণা সভায় আরও ছিল ৭নং ওয়ার্ডের সাধারণ জনগন।