সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত 
সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত

UMIMCC / UMML প্রকল্পের অধীনে দ্বি -মাসিক সভা এবং ইনফরমেশন রেজিস্ট্রেশন সাপোর্ট বুথ কার্যক্রমের ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  দিনব্যাপী  সিরাজগঞ্জ পৌরসভা হল রুম এ কর্মশালার সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ মোহাম্মদ নুরুল হক।

জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা জি আইজেডের কারিগরি সহায়তায় আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টার্নাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/ আরবার ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো অপারেশন এন্ড ডেভলপমেন্ট, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান  রয়েছে।
QEsolve International Ltd.  এর আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন জিআইজেড এর সিটি অ্যাডভাইজার সন্দীপ কুমার মন্ডল। এরপর সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন Esolve International Ltd  এর সিটি কো-অর্ডিনেটর মোঃ মনজুরুল হুদা।
সভায় Esolve Int. Ltd. এর ইমপ্লিমেন্টেশন অফিসার মোহাম্মদ ফজলে রাব্বি প্রকল্পটির কার্যক্রম গতিশীল রাখার ব্যাপারে সবার কাছে দিকনির্দেশনা আহবান করেন। এরপর প্রকল্পটির গুরুত্ব ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, পৌরসভার  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর  মোঃ তাজ উদ্দিন শেখ সহ বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন।

আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃআজহারউদ্দিন, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা  এস,এম শাহ আলম প্রমুখ ।
সভায় বক্তারা প্রকল্পটির গুরুত্ব এবং কার্যক্রম চলমান থাকার ব্যাপারে পরামর্শ দেন। এবং প্রতিটি ওয়ার্ডে প্রকল্পটির কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মশালায় সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, Esolve Int. Ltd. এর ইমপ্লিমেন্টেশন অফিসার বৃন্দ সহ সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Bayazid Hasan

Bayazid Hasan is A Blogger, Writer, Content Creator, SEO expert, WordPress Expert, and Photographer. "Simple Living High Thinking"

আরও পড়ুন

Back to top button

Please Disable "ADBLOCKER"

আপনাদের জন্য কত কষ্ট করছি আর আপনারা "ADBLOCKER" ব্যবহার করছেন ? আমাদের ইনকাম নেই বললেই চলে, দয়া করে "ADBLOCKER" টা বন্ধ করে সাহায্য করবেন । Please Disable "ADBLOCKER", Its Help us to Add More Content Like This, Thanks.