
‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ এর অন্যতম গুরুত্বপূর্ণ সেবামূলক প্রজেক্ট ‘১ টাকায় চিকিৎসা’ ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল’ কর্তৃক পরিচালিত হয়ে আসছে প্রায় ৩ বছর ধরে।এ সেবার আওতায় গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ওষুধ দেয়া হয়।প্রথমবারের মতো আমাদের নিজেদের জেলায় নিজেদের মানুষের জন্য করতে চাচ্ছি এই কাম্পেইন। ৫-৭ দিনের এ কাম্পেইনে ৩-৪ টি থানা কভার করতে চাচ্ছি।আপনাদের মধ্যে যদি কেউ নিজ এলাকায় বিনামূল্যে মানুষের প্রাপ্য চিকিৎসাসেবা পৌছে দেয়ার মহৎ কাজে অংশ নিতে চান, তাহলে প্লিজ আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন, আমার ৫-৭ টি লোকেশন দরকার যেখানে গরীব মানুষ ফ্রি চিকিৎসা ও ফ্রি মেডিসিন সুবিধা পেতে পারে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।ডাঃ আসিফ উল ইসলাম মেডিকেল অফিসার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল।