
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই প্রতিটি টিম কাতারে পাড়ি জমিয়েছে বিশ্বকাপ জেতার উদ্দেশ্যে। প্রতিটি দল নিজেদের মতো করে অনুশীলন চালিয়ে যাচ্ছে। প্রতিটি দলের ভক্ত সমর্থকরা ইতিমধ্যেই হোটেল বুকিং করে ফেলেছে প্রিয় দলের খেলা দেখার জন্য। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের টিকিট প্রায় বিক্রি হয়ে গেছে। পৃথিবীর প্রতিটি দেশ থেকে ভক্ত সমর্থকরা প্রিয় দলের খেলা দেখার জন্য ছুটে এসেছে কাতারে।
কাতার বিশ্বকাপে মাঠে বসে সরাসরি খেলা দেখতে গেলে সমর্থকদের বেশ বড় অংকের টাকা খরচ করতে হচ্ছে। পুরো বিশ্বকাপ কাতারে থেকে খেলা দেখতে গেলে ব্যাংক ব্যালেন্স থেকে বড় একটি অংক খরচ করতে হবে। প্রতিটি ম্যাচের টিকেটের পাশাপাশি থাকা খাওয়া ও অন্যান্য খরচ গুলো তো রয়েছেই।
কাতার সরকার পর্যটকদের জন্য অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। পর্যটকদের জন্য প্রতিটি হোটেল ও আবাসিক ভবন গুলোতে বিশেষভাবে ব্যবস্থা রাখা হয়েছে। কাতার যেহেতু একটি মুসলিম দেশ এবং এখানকার নাগরিকরা ধর্মপ্রাণ হয়ে থাকে তাই কোন ধরনের উশৃংখল আচরণ করতে নিষেধ করা হয়েছে। স্থানীয় নাগরিকরা যেন কোন কারণে ক্ষুব্ধ না হয় তাই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার।
কাতারে এক গ্লাস পানি কিনে খেতে গেলেও প্রায় ২.৫ ডলার খরচ করতে হবে। এতকিছুর পরেও নিজ নিজ দলের খেলা দেখার জন্য হাজার হাজার মাইল দূর থেকে সমর্থকরা ছুটে এসেছেন। ফুটবল যেন সারা বিশ্বের মানুষকে এক সুতোই বেঁধে রেখেছে। ফুটবলের প্রতি ভালোবাসা রেখেই দেশ-বিদেশ থেকে ভক্ত সমর্থকদের ছুটে আসা।
যারা কাতারে বসে বিশ্বকাপ দেখবেন তারা তো সরাসরি দেখতেই পাবেন কিন্তু যারা হাজার হাজার মাইল দূরে রয়েছেন এবং কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচ দেখতে চান তারা কি কি উপায়ে খেলা গুলো দেখতে পারবেন তা জানার আগ্রহ অনেকেরই আছে। বাংলাদেশের ও বিশ্বকাপ নিয়ে অনেক মাতামাতি করছে এবং প্রতিটি খেলা লাইভ দেখার জন্য আগ্রহী। বাংলাদেশ থেকে কিভাবে সরাসরি লাইভ খেলা দেখবেন তা নিয়ে আমরা আলোচনা করব।

বর্তমান সময়ে আমরা ঘরে বসেই সরাসরি খেলা দেখতে পারি। আজ থেকে ২৫-৩০ বছর আগে এরকমটা হত না। সরাসরি খেলা দেখার মতো উপায় তখন ছিল না। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। সে সময় সবার বাড়িতে টেলিভিশন ছিল না। হাতে গোনা দু একটি মানুষের বাড়িতে টেলিভিশন ছিল যারা হয়তো খেলা কখনো কখনো সরাসরি দেখতে পারতো। তাই প্রিয় দলের খেলা গুলো মিস করতে হতো ভক্ত সমর্থকদের। এখন পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন আমরা সরাসরি দেখতে পাই।
২০ বছর পর এবার এশিয়া মহাদেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় এশিয়া মহাদেশের ফুটবল সমর্থকরা সবচেয়ে বেশি অপেক্ষায় রয়েছে। এ বছরে এশিয়া মহাদেশের ছয়টি দেশ বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে চলেছে। এশিয়া মহাদেশের ফুটবল সমর্থকরা খুব করে চাইবেন এবারের বিশ্বকাপটি এশিয়ার কোন দেশ জিতুক। যদিও আর্জেন্টিনা ও ব্রাজিলের ভক্তরা চাইবেন মেসি অথবা নেইমার এবারের বিশ্বকাপ টি নিজেদের দেশে নিয়ে যাক।
কাতার বিশ্বকাপ টি ফুটবল সমর্থকদের জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি স্পেশাল হওয়ার কারণ হলো এর আগে ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য এত বেশি টাকা খরচ করা হয়নি। এবারের বিশ্বকাপে প্রায় ২২ বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। কাতার সরকার আয়োজনের কোন কমতি রাখেনি। এর আগের বিশ্বকাপ রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছিল সেখানে 15 বিলিয়ন ডলারের মতো খরচ করা হয়েছিল। অত্যাধুনিক স্টেডিয়াম সহ কিছু নতুন নতুন টেকনোলজি এবারের বিশ্বকাপে যুক্ত হতে যাচ্ছে।
সাধারণত বিশ্বকাপে মে – জুন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা সবাই জানি কাতার একটি মরুভূমির দেশ। মরুভূমির দেশ হওয়ায় মে জুন মাসে কাতারে প্রচন্ড গরম থাকার কথা। মেজুন মাসে প্রচন্ড গরমের কথা ভেবে বিশ্বকাপ নভেম্বর ডিসেম্বর মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি স্টেডিয়ামে রয়েছে আধুনিক কুলিং সিস্টেম। খেলোয়াড়রা যেন কাতারের গরম কোনভাবেই বুঝতে না পারেন সেজন্যেই এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমাদের আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে আপনারা কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘরে বসে দেখতে পারবেন। চলুন দেখা যাক আমাদের আজকের পোস্টটি কি কি নিয়ে আলোচনা করা হচ্ছে।
বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার উপায় ও ওয়েবসাইট লিংক
আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না কিভাবে ফিফা বিশ্বকাপ ২০২২ এ প্রতিটি ম্যাচ বাড়িতে বসে দেখতে পারবেন। অনেকে হয়তো জানেন না সরাসরি কিভাবে এসব খেলা গুলো দেখা যাবে। আমরা আমাদের আজকের পোস্টে খেলা দেখার প্রতিটি নিয়ম নিয়ে আলোচনা করব।
আপনারা নিশ্চয়ই জানেন যে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ টিভিতে সরাসরি দেখানো হবে। বেশকিছু স্পোর্টস চ্যানেল এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে। আপনারা টিভিতে স্পোর্টস চ্যানেলগুলো দেখলেই দেখতে পাবেন এখন থেকেই কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের অ্যাডভার্টাইজ দেওয়া শুরু হয়েছে। এই অ্যাডভার্টাইজ গুলো দেখলেই আপনারা খেলার সময়সূচী সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ কারন এখানে মাত্র 32 টি দল অংশগ্রহণ করছে। কাচার বিশ্বকাপে অংশগ্রহণ করা ৩২ দলের প্রতিটি শক্তিশালী। এই দলগুলো নিজেদের মহাদেশে বাছাই পর্ব খেলে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। বর্তমান সময়ে সারা বিশ্বে যতটি ফুটবল দল রয়েছে প্রতিটি শক্তিশালী। এই শক্তিশালী দলগুলোর মধ্যে মাত্র 32 টি দল বাছাই করে মূল পর্বে খেলানো খুবই কঠিন কাজ ছিল। তাই বলা যায় কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এই ম্যাচগুলো আপনার কিভাবে দেখবেন তা নিয়ে আমরা আলোচনা করছি এবং আরো কয়েকটি উপায় আপনাদের সাথে শেয়ার করব।
বিনামূল্যে ইন্টারনেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়
ইন্টারনেটে বেশ কিছু উপায় আপনারা বিশ্বকাপ খেলা সরাসরি দেখতে পাবেন। কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যারা সরাসরি বিশ্বকাপ খেলা দেখায়। এই ওয়েবসাইটগুলোর লিংক আপনার যদি কোন ভাবে সংগ্রহ করতে পারেন তাহলে সরাসরি প্রবেশ করে ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রতিটি ম্যাচ দেখতে পাবেন। এইসব ওয়েবসাইটগুলোর মধ্যে কয়েকটি আমরা আপনাদের জন্য শেয়ার করছি। এই ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম হলো yasin TV,golato TV ইত্যাদি। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যারা সরাসরি ফুটবল বিশ্বকাপের প্রতিটি খেলা দেখাবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিটি ওয়েবসাইটের ঠিকানা আপনাদের জন্য শেয়ার করা হবে।
ফেসবুকে ফুটবল বিশ্বকাপ ২০২২ খেলা দেখার নিয়ম ও লিংক
খেলা দেখার জন্য ফেসবুক বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা যখন বাইরে থাকি তখন টিভিতে কিংবা কোন ওয়েবসাইটে খেলা দেখার সুযোগ থাকে না। এমন অবস্থায় ফেসবুকে ঢুকলেই একটিমাত্র সাহায্যের মাধ্যমেই সরাসরি খেলা দেখা যায়। ফেসবুক লাইভ এর মাধ্যমে এসব খেলা দেখা যায়। যে খেলাটি আপনি দেখতে চান তা লিখে সার্চবারে সার্চ করলেই ফেসবুক লাইভ আপনার সামনে চলে আসবে। ফেসবুক লাইভে খেলা দেখা অন্যান্য মাধ্যমের তুলনায় অনেক সহজ।
ধরুন আজকে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ফেসবুক সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে Brazil Vs Argentina live match । এভাবে লিখে সার্চ দিলে আপনার সামনে বেশ কয়েকটি ফেসবুক লাইভ চলে আসবে। এই লাইভগুলোর মধ্যে যে কোন একটিতে প্রবেশ করলে আপনি সরাসরি খেলা দেখতে পাবেন। সুতরাং বুঝতেই পারছেন ফেসবুক লাইভ এর মাধ্যমে খেলা দেখা তুলনামূলক অনেকটা সহজ।
২০২২ ফিফা বিশ্বকাপ সংক্রান্ত যে কোন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। প্রতিটি ম্যাচের আপডেট নিউজ আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করব। আশা করি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত আমাদের পোস্টগুলোতে চোখ রাখবেন। আপনাদের প্রিয় দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।