সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা(ডিবি পুলিশ) কর্তৃক ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার)পিপিএম(বার)এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ফজলে মাসুদ এর নেতৃত্তের একটি আভিযানিক দল শুক্রবার ৯ সেপ্টম্বর সাড়ে ৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানাধীন হাটপাঙ্গাসী ইউনিয়নের ব্রাহ্মনবাড়ীয়া সাকিনস্থ মুক্তিযোদ্ধা মোড়ের মোহাম্মদ আলী(৩৫), পিতা-মৃত মজিদ আকন্দ এর মনোহরী দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামী মোঃ আখতারুজ্জামান(৩৭), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-মোছাঃ তারা বানু, সাং-মিরের দেওলমুড়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ’কে ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৩০(ত্রিশ) গ্রাম’সহ তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।