সিরাজগঞ্জ সদরে খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি খাদ্য গুদামের আভ্যন্তরীন বোরো সংগ্রহ -২০২২ মৌসুমে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (১৭ মে) সদর উপজেলার সরকারি খাদ্য গুদাম চত্বরে -উদ্বোধনী দিনে ৩টন ধান ও ১৭ টন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
এসময় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কারিগরি খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্রশীল স্বপন, রাজিব অটো মিলের সত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম, কৃষক মোঃ রুস্তম আলী সহ অন্যান্য কৃষকেরা উপস্থিত ছিলেন।
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন