সিরাজগঞ্জে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত
সোমবার সকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির অফিসের সামনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকীতে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এ সময় বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু, আমাদের প্রাণ, তাঁর স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এদেশে মুক্তিযুদ্ধের সূচনা হয়। আবার ‘৭৫ এর পট পরিবর্তনের পর যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল তখন আবারো শহীদ জিয়াই আমাদের পথ দেখিয়েছেন। তাঁর হাত ধরেই এদেশে হৃত বহুদলীয় গণতন্ত্রের পূণ:প্রবর্তন হয়, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়। এদেশে কৃষি বিপ্লবের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পন্নতা আসে। এক কথায় আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শহীদ জিয়ার হাতেই হয়।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করার সময় বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থকরা উপস্হিত ছিলেন।