সিরাজগঞ্জে আত্মমানবতা ও একটি মানব সেবা মূলক সংগঠন মানাফ স্মৃতি সংসদ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন সেবা মূলক কাজে অবদান রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা ও রণাঙ্গণে বীর নারীদের মাঝে ও বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানকে সনদ সন্মাননা ক্রেষ্ট স্মারক ও কেক কর্তন এর মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় মানাফ স্মৃতি সংসদ এর আয়োজনে সন্মাননা স্মারক অনুষ্ঠানের সভাপতি শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এফ মেডিসিন ডাঃ এম. আব্দুল্লাহিল কাফি এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মানাফ স্মৃতি সংসদ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি আহবায়ক ও মানবিক ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন, আত্মমানবতার সংগঠন মানাফ স্মৃতি সংসদ তারা একটি বছর অসহায় দুস্থ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। আগামীতে তারা কাজ করবে এবং সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছেন সেই সকল বৃত্তবান মানুষদের প্রতি আমার আহ্বান আপনারা সমাজে গরীব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন । আমি মনে করি আজকে মানাফ স্মৃতি সংসদ তারা সমাজে মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তও্বাবধায়ক প্রকৌশলী মোঃ আসাদ হালিম, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তও্বাবধায়ক প্রকৌশলী ব্রজেন্দ্র কুমার সরকার, সিরাজগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জব্বার, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, দিনাজপুর এল.জি.ই.ডি নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ( তড়িৎ সংরক্ষণ) নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব ওঅর্থ ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসন ও উপ- ব্যবস্থাপক মাহুল – আল- রাব্বী, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসন সহ- ব্যবস্থাপক কাজী নজরুল ইসলাম, সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক হাজী নজরুল ইসলাম, প্রমূখ। উল্লেখ্য – ২০২১ সালে ২৮ শে সেপ্টেম্বর মানাফ স্মৃতি সংসদ সংগঠনের শুভ সূচনা হয়। এবং সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক এবং শুধু মাএ মানবিক কাজ সম্পাদন করার জন্য। এবং এই সংগঠন টি অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে থাকে। গরীব অসহায় দুস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে থাকে। বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসায় অজুখানা নির্মাণ করে থাকে। সমাজে ছিন্নমূল ওরাস্তা শুয়ে থাকা মানুষজনকে ভালো খাবার প্রদান করে থাকে। গরীব অসহায় রুগীদেরকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ রক্তের গ্রুপ ও ডায়াবেটিস চেকআপ প্রদান করে থাকে। গরীব রুগীদেরকে অপারেশন ব্যবস্থা করা। পবিত্র ঈদুল ফিতর ও আযহাতে আর্থিক সহায়তায় করে থাকে। এবং শীতকালীন সময়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করে থাকে। সুনামগঞ্জে বর্ণাত্যাদের জন্য জ্বরুরী ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এবং দরিদ্র অসহায় ছেলে মেয়েদের মাঝে পড়ালেখা দায়িত্ব নেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সহকারী প্রকৌশলী এম. এম মাহমুদুন্নবী।