সিরাজগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন
সারাদেশের ন্যায় ও সিরাজগঞ্জ জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট লুৎফর নাহার, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, সদর থানার অফিসার্স ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ।