সিরাজগঞ্জে এনডিপি এসইপি- তাঁত প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত
একটাই পৃথিবী প্রকৃতি ঐকতানে টেকসই জীবন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) বিশ্ব পরিবেশ দিবস২০২২ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩ টায় শহীদ নগর বাগবাড়ী এনডিপি কার্যালয় চত্বরে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এনডিপি) বনার্ঢ্য শোভাযাত্রার শুভ উদ্ভোধন ঘোষণা করেন এনডিপি নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, এবং উক্ত প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালার সাফল্য কামনা করেন। শোভাযাত্রাটি এনডিপি প্রধান কার্যালয় হতে শুরু হয়ে বাগ বাড়ী পাইকশা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাহিড়ী বাড়ী মাদ্রাসা মাঠে শেষ হয়। এরপরে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা ও কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন উদ্যোক্তা সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইপি তাঁত প্রকল্প ব্যাবস্থাপক মোঃ আশরাফুজ্জামান, এসময়ে উপস্থিত থেকে পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর মোঃ আব্দুল গফুর, এনডিপি এসইপি প্রকল্পের রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মাসুম বিল্লাহ, ফাইনান্স এন্ড প্রকিউরমেন্ট অফিস সুকান্ত গোলদার, ও পরিবেশ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,সহ এনডিপি ঋণ সহায়তা কর্মসুচী’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য – কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন উদ্যোক্তা সম্মাননা পুরস্কার পেলেন মোঃ ওসমান গণী।