সলঙ্গায় বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ ২কারবারি আটক
সিরাজগঞ্জে র্যাব-১২’র পৃথক পৃথক অভিযানে ২০ লক্ষ টাকার হোরোইন ও ১৩৭০ পিচ ইয়াবাসহ ০২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ মে) রাত ০২.৫০ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জে সলঙ্গা থানাধীন ০৯ নং হাটিকুমরুল ইউনিয়নের সিরাজগঞ্জ রোডস্থ নাটোর টু ঢাকা মহাসড়কে অবস্থিত ফুড ভিলেজ হোটেলের সামনে পাকা রাস্তার উত্তর পার্শে¦ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০(দুইশত) গ্রাম হোরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ-১,০২০/-(এক হাজার বিশ) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ শ্রী নিমাই সিং(৪৪), পিতা- শ্রী গোবিন্দ সিং, সাং- আই হাই, ডাকঘর- পানিহার, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
এর আগে শুক্রবার (২৭ মে) রাত ৯.০৫ ঘটিকার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার ধোপাকান্দি ব্রিজ সংলগ্ন নিউ লাম মিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা টু দিনাজপুরগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৩৭০(এক হাজার তিনশত সত্তর) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ মোস্তফা কামাল রুবেল(৪৮), পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং- পূর্ব নয়ানপুর, থানা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।