সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার একটি ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলা সদরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবু মিয়া (৩৫) উপজেলার উদগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত অডিটোরিয়ামের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে যুবক বাবু মিয়া অডিটোরিয়ামের ভেতরে ক্ষতিগ্রস্ত লোহা ও অন্যান্য সামগ্রী চুরি করতে গিয়েছিল। সেখানে ওপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত ও নাক দিয়ে রক্ত বের হওয়ায় কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
ওসি আরও বলেন, ‘সরকার পতনের পর ৬ আগস্ট বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে অবস্থিত শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর থেকে অডিটোরিয়ামটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাবু মিয়া ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন। শুক্রবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বলে স্বজনরা জানিয়েছে।’