Site Under Development, Maybe get some Issue on Using.

Report Issue
শাহজাদপুর

শাহজাদপুুরে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

  শাহজাদপুরে বিএনপি জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শাহজাদপুরে বিএনপি জামায়াত-শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ। 

রবিবার (২৮ আগস্ট) বেলা ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ৬৭-সিরাজগঞ্জ ০৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম এবং শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক আব্দুল হামিদ লাবলু’র নির্দেশে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির টিপু, আব্দুল আউয়াল, মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, শাহজাদপুর মটর মালিক সমিতির সাধারন সম্পাদক হারুনর রশীদ, দফতর সম্পাদক আবুল হাশেম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম সাগর, শ্রম বিষয়ক সম্পাদক কোরবান আলী, সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ, সাবেক ছাত্রনেতা মাহবুব আহাদ খান রাসেল প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি জামায়াত- শিবিরের সন্ত্রাসী তান্ডবলীলা, প্রেট্টোল বোমা, সিরিজ বোমা হামলাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের বিষয়ে দেশবাসী অবগত। দেশের মানুষ আর তাদের চায় না। এজন্য বিএনপি জামায়াত জনবিচ্ছিন্ন সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে। অতীতের মতো তারা যেনো আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে।

আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরো দেখুন

Bayazid Hasan

Bayazid Hasan is A Blogger, Writer, Content Creator, SEO expert, WordPress Expert, and Photographer. "Simple Living High Thinking"

Leave a Reply

Back to top button