যমুনা ডিগ্রি কলেজের ২০২২-২০২৩ বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে অত্র কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য জনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোঃ আনোয়ার হোসেন ফারুক ।
অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত বলেন বর্তমান সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা । আগামী দিনের ষ্মার্ট বাংলাদেশ গড়তে মেধা সম্পূন্ন প্রযুক্তি নির্ভর শিল্পশৈলিক শারীরিক গঠনের প্রতি বিশেষ লক্ষ্য রেখে শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে হবে ।
বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি ভূমিকা রাখছে ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্রবিদ্যাপীঠের উন্নয়ন মুখীশিক্ষায় আগ্রহী প্রতিশ্রুতিশীল দক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , সাবেক অধ্যক্ষ মোঃ ওয়াজেদ আলী ,১০নং সয়দাবাদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম রাজা, সিরাজগঞ্জ জেলা পরিষদের অন্যতম সদস্য মোঃ একরামুল হক ,
সাউথ এশিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার নোমান ইবনে নাসির , কলেজের ম্যানেজিংকমিটির সদস্য রানা ইসলাম , আব্দুল মালেক প্রমুখ ।অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্রকলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল আওয়াল । আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ মেধাবী শিক্ষার্থীদের সন্মানা প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত ।পরে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল সহকারী অধ্যাপক, প্রভাষক ও কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থীও অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।