
সিরাজগঞ্জে প্রতিবন্ধী ৪৩ জন শিশুদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে । জেলা প্রশাসনের সহযোগিতায় সিএসএফ গ্লোবাল এর আয়োজনে
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় অফিসার্স ক্লাবে উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
মুখ্য আলোচক ছিলেন, সিএসএফ গ্লোবাল ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রেসিডেন্ট ড. এম. এ. মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ সামিউল আলম,মোঃ সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ ফজলে রাব্বি, অমৃতা শারলীন রাজ্জাক, প্রতীতি পিয়া,
সমাজ সেবা কার্যলয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, এম.এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এনডিপি’র নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান,
সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা ব্র্যাকের সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, চাইল্ড সাইট ফাউন্ডেশনের ফিল্ড কো-অর্ডিনেটর শিমিয়োন গালিভার ম্রং ।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বি়ভিন্ন এনজিওর কর্মকর্তা প্রতিবন্ধী শিশু ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
