তাড়াশে গাড়িচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত গাড়ি চাপায় খলিল প্রামানিক (৪০) নামে এক পথচারীর নিহত হয়েছে।
সোমবার সকালে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল প্রামানিক মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খানপাড়া গ্রামের মৃত. কাজেম প্রামানিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে হাটিকুমুরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।