ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটো ইজিবাইক (বোরাক) সহ ড্রাাইবারকে অপহরণ করা হয় । ওই দিন রাত ৯ টার দিকে ড্রাইবারকে গুরুতর আহত ও অজ্ঞান অবস্থায় পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ফেলে রেখে অপহরণ কারীরা চলে যায় ।
স্থানিয় লোকজন ক্ষত- বিক্ষত ও গুরতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রাতেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় । এ বিষয়ে আজ রবিবার দুপুরে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
ঘটনার পর দিন ড্রাইরার তুহিনের জ্ঞান ফিরলে তিনি জানান বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার দিকে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে ০৬ জন যাত্রী নিয়ে শাহজাদপুরের তালগাছি বাজার বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় । বেলা ১ টার দিকে এক যাত্রী তালগাছি বাজার বাস স্ট্যান্ড থেকে শাহজাদপুর যাওয়া ও আসার জন্য রিজার্ভ ভারা মিটিয়ে যাওয়ার সময় নগরবাড়ি-বগুড়া মহা-সড়কের শাহজাদপুর উপজেলার তালকাছির সাইফুলের ইট ভাটা নামক স্থানে রাস্তার পাশে দাড়িয়ে থাকা হাইচ মাক্রোবাস থেকে ইজিবাইক থামানোর সংকেত দেয়, ড্রাইবার থামাতে না চায়ইলেও ইজিবাইকে থাকা যাত্রী গাড়ি থামতে বলে । ইজিবাইক হাইচ মাইক্রোবাসের কাছে গিয়ে থামালে ওই মাইক্রো বাস থেকে ৪/৫ জন লোক নেমে এসে ইজিবাইকে থাকা যাত্রীকে কলার ধরে থাপ্পর মেরে মাক্রোতে তোলে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে তোর বিরুদ্ধে অভিযোগ আছে বলে অস্ত্র দেখিয়ে ড্রাইবার তুহিনের হাতে হ্যান্ডক্যাপ লাগি মাইক্রোতে তোলে। এ সময় তাদের এক জনকে ইজিবাইক ক্যাম্পে নিয়ে আসতে বলে এবং মাইক্রো বাস নিয়ে বেড়ার দিকে রওনা হয় । চলন্ত অবস্থায় ড্রাইবার তুহিনকে মারপিট করে সারা শরীর ক্ষত-বিক্ষত করে এবং মাথা ফাটিয়ে তুহিনের কাছ থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয় । পরে ড্রাইবার তুহিনকে জোর করে জুস খাওয়ায় । তার কিছুখন পর সে অচেতন হয়ে যায় । তার পর কি হয়েছে ডাইবার তুহিন তা বলতে পারে না । ওই দিন রাত ৯ টার দিকে গুরতর আহত ও অজ্ঞান অবস্থায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে রেখে অপহরণ কারীরা পালিয়ে যায় । এ সময় স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় । বেড়া থেকে নিয়ে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে গেলে তুহিনের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক শনিবার তার উন্নতর চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন । সে এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ বিষয়ে বাদী হয়ে আজ রবিবার দুপুরে তুহিনের ভগ্নীপতি মোঃ বরাত আলী, অজ্ঞাত ৪/৫ জন আসামী উল্লেখ্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১২ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছির সাফুলের ইট ভাটা নামক স্থানে নগরবাড়ি-বগুড়া মহা-সড়কে । এ বিষয়ে জানতে পেরে তুহিনের পরিবার থেকে ওই দিন রাতেই শাহজাদপুর থানা, বেড়া থানা ও সাথিয়া থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করে । তুহিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গাড়লগাঁতী গ্রামের মৃত ইসাহাকের ছেলে ।
–মোঃ আব্দুস ছাত্তার