জাতীয়

টাঙ্গাইলের কালিহাতীতে শ্বাশুড়ির হাতে প্রবাসীর স্ত্রী খুন, অভিযোগ নিহতের পরিবারের

টাঙ্গাইলের কালিহাতীতে শ্বাশুড়ির হাতে প্রবাসীর স্ত্রী খুন, অভিযোগ নিহতের পরিবারের

টাঙ্গাইলের কালিহাতীতে শ্বাশুড়ির হাতে প্রবাসীর স্ত্রী খুন, অভিযোগ নিহতের পরিবারের

টাঙ্গাইলের কালিহাতীতে খাদিজা আক্তার (২২) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যুর হয়েছে।

রোববার (২৯ মে) সকালে উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজার ২ বছরের এক ছেলে সন্তান আছে।

এলাকাবাসী জানায়, কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি প্রবাসী আবু হানিফের সাথে প্রায় ৪ বছর পূর্বে পার্শ্ববর্তী বলধী গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজার বিয়ে হয়। তার স্বামী আবু হানিফ দেশে ছুটি কাটিয়ে দু’মাস পূর্বে পুনরায় সৌদী চলে যায়। তারপর থেকেই শশুর-শাশুড়ী খাদিজাকে বিভিন্নভাবে অত্যাচার করে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের। গত দু’দিন আগে শাশুড়ি ও খাদিজার সাথে স্বর্ণের চেইন হারানো নিয়ে নিয়ে ঝগড়া হয়। রোববার ভোরে কোনো এক সময় খাদিজার শ্বাশুড়ি খাদিজাকে মেরে সকালে স্টোক করেছে বলে খাদিজাকে হাসপাতালে নিয়ে যায় তার শশুর-শাশুড়ী। এসময় চিকিৎসক মৃত খাদিজার গলায় চিহ্ন দেখে শাশুড়ি হালিমনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ফাঁসি দিয়েছে।

নিহত খাদিজার ভাই শফিকুল ইসলাম বলেন, খাদিজাকে হত্যা করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে তার শাশুড়ি হালিমন আমাদের জানায় সে অসুস্থ্য হয়েছে। পরে জানতে পারি পুলিশ খাদিজার লাশ থানায় নিয়ে গেছে।

নিহতর বাবা আব্দুল খালেক বলেন, আমার মেয়ে খাদিজাকে তার শশুর-শাশুড়ী হত্যা করে আত্মহত্যা বলে ভেড়াচ্ছে। এ ব্যাপারে কালিহাতী থানায় অভিযোগ করেছি। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

শাশুড়ী হালিমনের দাবী গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে খাদিজা। তাকে বাঁচাতে ফাঁস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ফাতেমা বলেন, নাইট ডক্টর সকালে ডিউটি করেছেন। খাদিজা নামে এক গৃহবধুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ওটা ব্রড ডেড, হ্যাংগিং কেস। চিহ্ন পাওয়া গেছে। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। পোস্ট মডেমের পর মূল বিষয় জানা যাবে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংবাদ পাওয়ার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। মর্গে থেকে লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bayazid Hasan

Bayazid Hasan is A Blogger, Writer, Content Creator, SEO expert, WordPress Expert, and Photographer. "Simple Living High Thinking"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button