জাতীয় শোক দিবসে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, শোক র্র্যালী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে ৷
সোমবার(১৫আগষ্ট) উপজেলা শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,
কাঁঠাল তলা প্রাঙ্গনে আলোচনা সভা ও উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের সামনে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয় ৷ উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, নাসরিন আক্তার, নজরুল ইসলাম বাবু, শোমশের আলী,যুগ্ন সম্পাদক মোল্লা বাবুল আক্তার, আঃ হাই ভূট্ট, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এমএ আরিফ সরকার, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মোঃ মজনু মিয়া, উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দলীয় নেতাকর্মী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷ বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর পরিবারের হত্যাকারী পলাতক খুনিদের এখনও যারা বিদেশে আছেন অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্র্যালী ও কাঁঠাল তলা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷