চৌহালী

চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
চৌহালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

“জঙ্গি, মাদক,গুজব প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় চৌহালী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ হজরত আলী মাষ্টারের সভাপতিত্বে সিপিও এসআই মানিকের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ,বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম মোল্লা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, সুম্ভূদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাহ্হার সিদ্দিকী, চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলীসহ বীরমুক্তিযোদ্ধা শিক্ষক ও শিক্ষার্থীরা ৷ স্বাগত বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের সমন্বয়ক চৌহালী থানা অফিসার ইনচার্জ(ওসি) হারুন অর রশিদ ৷ এর আগে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে শেষ হয়।

সভায় ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশ সমাজে অপরাধ দমনে ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে চৌহালীসহ সারা দেশে বিশেষ ভূমিকা রেখে চলছে।

Follow On Google News

আমাদের যে সামাজিক ও ধর্মীয় সম্প্রতি আছে এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং পুলিশে জনসেবা আরও বৃদ্ধি করবো। জনগণ ও পুলিশ নিয়ে আমাদের বন্ধন। এ বন্ধন দেশে অপরাধ দমন করবে। একমাত্র জনগণ ও পুলিশের বন্ধন পারে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে।

Bayazid Hasan

Bayazid Hasan is A Blogger, Writer, Content Creator, SEO expert, WordPress Expert, and Photographer. "Simple Living High Thinking"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button