রায়গঞ্জ

ঘুড়কা ইউনিয়নের  ৩৪২ জন হতদরিদ্র নারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণের উদ্বোধন 

Sirajganj News

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের  ২০২২-২০২৩ অর্থবছরের ৩৪২ জন হতদরিদ্র নারীদের মাঝে  মার্চ মাসের ৩০কেজি ভিজিডির   চাউল বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ এপ্রিল)  সকালে অত্র ইউনিয়ন পরিষদ হতে উক্ত চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন , ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান সরকার।

এসময়ে ইউপি   সচিব মোঃ মিজানুর রহমান,  ইউপি হিসাব সহকারী মোঃ মেহেদী হাসান, ইউপি সদস্য মোঃ আবু তাহের প্রমানিক, মোঃ আব্দুল হাদিস, মোঃ আয়নাল হক,  মোঃ সাইফুজ্জামান মোঃ ছহির উদ্দিন, মোঃ আক্তার হোসেন, মোঃ জনাব আলী, মোঃ ইকবাল হোসেন, মোঃ রেজাউল করিম, শ্রীমতি বিপ্লবী রাণী দাস,মোছাঃ হাসিনা খাতুন, শ্রীমতি রাধা রাণী দাস সহ উপকার ভোগী নারীরা উপস্থিত ছিলেন ।

Follow On Google News

Leave a Reply

Back to top button

Please Disable "ADBLOCKER"

আপনাদের জন্য কত কষ্ট করছি আর আপনারা "ADBLOCKER" ব্যবহার করছেন ? আমাদের ইনকাম নেই বললেই চলে, দয়া করে "ADBLOCKER" টা বন্ধ করে সাহায্য করবেন । Please Disable "ADBLOCKER", Its Help us to Add More Content Like This, Thanks.