সিরাজগঞ্জের কামারখন্দে ”প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২২ উদযাপন উপলক্ষে যুব ঋনের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
অনুষ্ঠানে উপজেলা ১৩জন প্রশিক্ষিত যুবকদের মাঝে ৮লক্ষ ২০হাজার টাকার যুব ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়েছে ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নূরী আল নাহিদ, নজরুল ইসলাম, পল্লি জীবিকা উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম প্রমূখ উপস্থিত ছিলেন।