সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে এগারোটায় একটি আনন্দ র্যালি বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার। সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত-উল ইসলাম শাওন, সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমুখ।
আমাদের সিরাজগঞ্জ এর সর্বশেষ আপডেট পেতে Google News ফিডটি অনুসরণ করুন