বিনোদন

এবার ঈদে ওটিটির সেরা আয়োজন

এবার ঈদে ওটিটির সেরা আয়োজন

ঈদ উপলক্ষে টিভি চ্যানেল ও সিনেমা হলের পাশাপাশি এবার দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকবে বিশেষ আয়োজন। দেশের ওয়েব প্ল্যাটফর্মগুলো প্রকাশ করবে সিরিজ ও সিনেমা। এসব কনটেন্টে অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনয়শিল্পীরা।

মহানগর-২
আলোচিত ও প্রশংসিত বাংলা ওয়েব সিরিজ ‘মহানগর’। ২০২১ সালে ওয়েব সিরিজটি  ব্যাপক প্রশংসিত হয়েছিল দুই বাংলাতেই। ঈদ সামানে রেখে সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে মুক্তি পেয়েছে। সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এই সিরিজে  অভিনয় করেছেন মোশাররফ করিম, 
ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, নওশাবা আহমেদসহ আরও অনেককে। এটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব।

আরও পড়ুন

শহরে অনেক রোদ
‘শহরে অনেক  রোদ’ নামে নতুন একটি ওয়েব ছবি নির্মাণ করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ছবিটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ঈদের দিন রাতে। সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার ও অভিনেত্রী সাবিলা নূর। একটি মিষ্টি প্রেমের গল্পে নির্মিত ছবিটি  গ্রীষ্মের এই তাপে একটু হলেও শীতলতা ছড়াবে বলে আশাবাদ নির্মাতার। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া প্রমুখ।

মাইসেলফ অ্যালেন স্বপন
ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইসেলফ অ্যালেন স্বপন’। ‘সিন্ডিকেট ওয়েব সিরিজের  ভিলেন চরিত্র ‘অ্যালেন স্বপন’-এর নামকরণে এবারের সিরিজ নির্মাণ করা হয়েছে। যেখানে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে আরও অভিনয় করেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আবদুল্লাহ আল সেন্টু , আনিসুল হক বরুণ, বাইজিদ হাসান সহ অনেকে ।

কুড়া পক্ষীর শূন্যে উড়া
আইস্ক্রিনে উন্মুক্ত হবে সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ কাইউম। অভিনয়ে জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, আবুল কালাম আজাদ প্রমুখ। সিনেমাটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী মানুষের আবহমান জীবনসংগ্রামের আখ্যান। গল্পের কেন্দ্রে আছে সুলতান নামের এক যুবক। ধান কাটার শ্রমিকদের সঙ্গে হাওরে আসে সে। কাজ নেয় এক বৃদ্ধের বাড়িতে। ধীরে ধীরে হাওরের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে ওঠে সুলতান, পরিবারের সবার সঙ্গে মায়ার বন্ধনে জড়িয়ে যেতে থাকে। একসময় সেখানে বিয়েও করে সে। নতুন করে ঘর বাঁধে। সেই সুখের সংসার একদিন ভেসে যায় পাহাড়ি ঢলে।

Follow On Google News

হোটেল রিল্যাক্স
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে দেখা যাবে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। প্রথমবারের মতো  সিরিজটি নির্মাণ করছেন ছোট পর্দার নির্মাতা আরেফিন অমি। ওয়েব সিরিজে ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। আরও অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ।

‘মেইড ইন চিটাগং’
বিঞ্জ-এ মুক্তি পাবে সিনেমা ‘মেইড ইন চিটাগং’। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে পার্থ বড়ুয়া, অপর্ণা ঘোষ, চিত্রলেখা গুহ, মুকিত জাকারিয়া, নাসির উদ্দিন খান, হিন্দোল রায় প্রমুখ। ঢাকা, চট্টগ্রামসহ বিদেশের অনেক সিনেমা হলে মুক্তির পর এবার সিনেমাটি আসছে ওয়েবে।

বিদেশ
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটক ‘বিদেশ’। এতে অভিনয় করেছেন জিয়াউল  হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলু, আবদুল্লাহ রানা প্রমুখ।  এটি পরিচালনা করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি।

Bayazid Hasan

Bayazid Hasan is A Blogger, Writer, Content Creator, SEO expert, WordPress Expert, and Photographer. "Simple Living High Thinking"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button