
10-05-2022**একজন বৃদ্ধ ব্যক্তিকে পাওয়া গেছে ***ওনি ওনার থেকে আমরা জানতে পেরেছি, ওনি এক ছেলের বাসা থেকে অন্য ছেলের বাসায় যাওয়ার সময় হারিয়ে গেছেন ।নাম : রোষ্টম আলী বয়স:105দুই ছেলেদের নাম : রিটন এবং এনামুল জেলা ; সিরাজগঞ্জ উপজেলা: কাজিপুর গ্রাম: দিলদরিয়া ,,,উনি ( রোষ্টম আলী ) এখন ,,, গাজীপুর, শ্রীপুর , বরমীবড়নল গ্রামের .. নামা বড়নল (কোনাপাড়া) ‘বাইতুল মামুর জামে মসজিদে’, আছেন ,,কেউ যদি উনাকে চিনতে পারেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো ।এবং যদি কজিপুর, দিলদরিয়া গ্রামের কেউ পরিচিত থাকে তাহলে বিষয়টি সেয়ার করার অনুরোধে রইল।