সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ স এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্তের একটি আভিযানিক দল ২৭ আগস্ট শনিবার ০৭.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া সাকিনস্থ মোঃ হোসেন আলী(৪০), পিতা-মৃত ছাত্তার আলী এর কাঠের দোকানের সামনে পাকা রাস্তার পার্শ্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মোঃ সাকিল আকন্দ(৩০), পিতা-মোঃ ফজর আকন্দ, মাতা-মোছাঃ শিরিনা খাতুন, সাং-সোনামুখী, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে জব্দকৃত ১০০(একশত) পিচ ইয়াবা ট্যাবলেট ওজন ১০(দশ) গ্রাম’সহ তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।