আজ সিরাজগঞ্জের সন্তান ভাষা সৈনিক কামাল লোহানী’র ২য় মৃত্যুবার্ষিকী
কামাল লোহানী (ভাষা সৈনিক, সাংবাদিক)…….
(আমাদের গর্ব, একুশে পদক প্রাপ্ত সিরাজগঞ্জের সন্তান………)
কামাল লোহানী বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক। কামাল লোহানী নামেই পরিচিত হলেও তাঁর পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।
জন্ম ও পারিবারিক জীবন………..
কামাল লোহানীর জন্ম সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সোনতলা গ্রামে ১৯৩৪ সালের ২৬শে জুনে। বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী। মা রোকেয়া খান লোহানী।
শিক্ষাজীবন
কামাল লোহানী প্রথমে কলকাতার শিশু বিদ্যাপীঠে পড়াশুনা শুরু করেন। দেশভাগের পর ১৯৪৮ সালে পাবনা চলে যান। ভর্তি হলেন পাবনা জিলা স্কুলে। ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। এই কলেজ থেকেই উচ্চমাধ্যমিক পাস করেন। আর উচ্চমাধ্যমিক পাস করার পরই প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন তিনি।
কর্মজীবন
কামাল লোহানী ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক বার্তা’সহ বিভিন্ন পত্রিকার কর্মরত ছিলেন। তিনি সাংবাদিক ইউনিয়নে দুদফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। তিনি গণশিল্পী সংস্থার সভাপতি ছিলেন। ১৯৬২ সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী ‘ছায়ানট’ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাড়ে চার বছর এই দায়িত্ব পালন করেন। এরপর মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ‘ক্রান্তি’।
সম্মাননা প্রাপ্তি………
কামাল লোহানী সাংবাদিকতায় ২০১৫ সালে একুশে পদক লাভ করেন।
তিনি ২০২০ সালের ২০শে জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।