অবশেষে জাতীয় ফুটবলার আখি পেল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির দেয়া জমি, জেলা প্রশাসক কতৃক দলিল হস্তান্তর
সিরাজগঞ্জে জাতীয় পর্যায়ে অবদান স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে জেলা প্রশাসক সিরাজগঞ্জ কর্তৃক অকৃষি খাস জমি বন্দোবস্ত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সাফ অনুধর্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়ন শিপের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট বিজয়ী মোছাঃ আঁখি খাতুনের পরিবারের হাতে দলিল তুলে দেওয়া হয়েছে।
শনিবার( ৪ জুন) সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে সাফ অনুধর্ব ১৫ নারী ফুটবল চ্যাম্পিয়ন শিপের সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুট বিজয় অর্জনকারী মোছাঃ আঁখি খাতুনের পরিবারের হাতে হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে জমি বন্দোবস্ত হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের হাতে দলিল হস্তান্তর করেন সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মোবারক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, শাহজাদপুর সহকারী কমিশনার ভূমি লিয়াকত শিকদার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুনাম প্রমূখ।